উযায়ের 7:25-28 কিতাবুল মোকাদ্দস (BACIB)

25. আর হে উযায়ের, তোমার আল্লাহ্‌ বিষয়ক যে জ্ঞান তোমার মধ্যে আছে, সেই অনুসারে নদীপারস্থ সব লোকের বিচার করার জন্য, যারা তোমার আল্লাহ্‌র শরীয়ত জানে, এমন শাসনকর্তা ও বিচারকর্তাদেরকে নিযুক্ত কর; এবং যে লোক তা না জানে, তোমরা তাকে শিক্ষা দাও।

26. আর যে কেউ তোমার আল্লাহ্‌র শরীয়ত ও বাদশাহ্‌র ব্যবস্থা পালন করতে অসম্মত, সযত্নে তার শাসন করা হোক; তার প্রাণদণ্ড, নির্বাসন, সম্মত্তি বাজেয়াপ্ত কিংবা কারাদণ্ড হোক।”

27. আমাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ মাবুদ ধন্য হোন; কেননা তিনিই মাবুদের জেরুশালেমের গৃহ গৌরবান্বিত করতে এই রকম প্রবৃত্তি বাদশাহ্‌র অন্তঃকরণে দিলেন,

28. এবং বাদশাহ্‌, তাঁর মন্ত্রী ও বাদশাহ্‌র সকল পরাক্রমী নেতার সাক্ষাতে আমাকে অটল মহব্বত দেখালেন, আর আমার উপরে আমার আল্লাহ্‌ মাবুদের হাত থাকায় আমি সবল হলাম এবং আমার সঙ্গে যাবার জন্য ইসরাইলের মধ্য থেকে প্রধান লোকদেরকে একত্র করলাম।

উযায়ের 7