9. তোমরা যাঁর কাছে নিজেদের ফরিয়াদ উপস্থিত করবার জন্য আমাকে প্রেরণ করেছিলে, সেই মাবুদ, ইসরাইলের আল্লাহ্,
10. এই কথা বলেন, তোমরা যদি স্থির হয়ে এই দেশে বাস কর, তবে আমি তোমাদেরকে গড়ে তুলব, উৎপাটন করবো না, তোমাদেরকে রোপণ করবো, উন্মূলন করবো না; কেননা তোমাদের যে অমঙ্গল করেছি, সেই বিষয়ে ক্ষান্ত হলাম।
11. তোমরা যে ব্যাবিলনের বাদশাহ্কে ভয় পেয়েছ, তাকে ভয় পেয়ো না; মাবুদ বলেন, তাকে ভয় পেয়ো না; কেননা তোমাদের নিস্তার করতে ও তার হাত থেকে তোমাদেরকে উদ্ধার করতে আমি তোমাদের সহবর্তী।