22. তখন যিহোয়াকীম বাদশাহ্ অক্বোরের পুত্র ইল্নাথন এবং তার সঙ্গে অন্য কয়েকজন লোককে মিসরে প্রেরণ করলেন;
23. আর তারা ঊরিয়কে মিসর থেকে এনে যিহোয়াকীম বাদশাহ্র কাছে উপস্থিত করলো; বাদশাহ্ তাঁকে তলোয়ার দ্বারা হত্যা করে সাধারণ লোকের কবর-স্থানে তাঁর লাশ নিক্ষেপ করলেন।
24. যা হোক, শাফনের পুত্র অহীকামের হাত ইয়ারমিয়ার সপক্ষ থাকায় তাঁকে হত্যা করার জন্য লোকদের হাতে তুলে দেওয়া হল না।