8. আরও দেখলাম, এবাদতখানার মেজে চারদিকে উঁচু, পাশে অবস্থিত কুঠরীগুলো ছয় হাত পরিমিত সমপূর্ণ এক এক নল।
9. বাইরের দিকে অবস্থিত কুঠরীগুলোর যে দেয়াল, তা পাঁচ হাত মোটা ছিল এবং অবশিষ্ট শূন্য স্থান এবাদতখানার পাশে অবস্থিত সেসব কুঠরীর স্থান ছিল।
10. কুঠরীগুলোর মধ্যে এবাদতখানার চারদিকে প্রত্যেক পাশে বিশ হাত চওড়া স্থান ছিল।
11. আর পাশে অবস্থিত এই কুঠরীগুলোর দ্বার সেই শূন্য স্থানের দিকে ছিল, তার একটি দ্বার উত্তর দিকে, অন্য দ্বারটি দক্ষিণ দিকে ছিল; এবং চারদিকে সেই শূন্য স্থানের চওড়া ছিল পাঁচ হাত।