24. তখন ইসরাইল-কুলের জ্বালাজনক কোন হুল কিংবা ব্যথাজনক কোন কাঁটা তাদের অবজ্ঞাকারী চারদিকের কোন লোকের মধ্যে আর উৎপন্ন হবে না; তাতে তারা জানবে যে, আমিই সার্বভৌম মাবুদ।
25. সার্বভৌম মাবুদ এই কথা বলেন, যে জাতিদের মধ্যে ইসরাইল-কুল ছিন্নভিন্ন হয়েছে, তাদের মধ্যে থেকে যখন আমি তাদের সংগ্রহ করবো এবং জাতিদের সাক্ষাতে তাদের মধ্যে পবিত্র বলে মান্য হব, তখন আমি আমার গোলাম ইয়াকুবকে যে ভূমি দিয়েছি, তারা নিজেদের সেই ভূমিতে বাস করবে।
26. তারা নির্ভয়ে সেখানে বাস করবে; হ্যাঁ, তারা বাড়ি নির্মাণ করবে ও আঙ্গুরের বাগান করবে এবং নির্ভয়ে বাস করবে; কেননা তখন আমি তাদের অবজ্ঞাকারী চারদিকের সমস্ত লোককে বিচারসিদ্ধ দণ্ড দেব; তাতে তারা জানবে যে, আমিই মাবুদ তাদের আল্লাহ্।