ইহিস্কেল 27:1-3 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. আবার মাবুদের এই কালাম আমার কাছে নাজেল হল,

2. হে মানুষের সন্তান, তুমি টায়ারের বিষয়ে মাতম কর।

3. টায়ারকে বল, হে সমুদ্রের প্রবেশস্থান-নিবাসিনী, অনেক উপকূলবর্তী জাতিদের বণিক, সার্বভৌম মাবুদ এই কথা বলেন, হে টায়ার, তুমি বলছো, আমি পরমাসুন্দরী।

ইহিস্কেল 27