ইহিস্কেল 26:10-14 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. তার এত বেশি ঘোড়া থাকবে যে, তাদের ধূলি তোমাকে আচ্ছাদন করবে; সে যখন ভগ্নপ্রাচীর নগরে প্রবেশের মত তোমার দ্বার দিয়ে ভিতরে যাবে, তখন ঘোড়সওয়ারদের, চাকার ও রথের শব্দে তোমার প্রাচীর কাঁপবে।

11. সে তার ঘোড়াগুলোর খুরে তোমার সমস্ত পথ দলিত করবে, তলোয়ার দ্বারা তোমার লোকদেরকে হত্যা করবে ও তোমার পরাক্রমসূচক স্তম্ভগুলো ভূমিসাৎ হবে।

12. ওরা তোমার সম্পত্তি লুট করবে, তোমার বাণিজ্য-দ্রব্য হরণ করবে, তোমার প্রাচীর ভেঙ্গে ফেলবে ও তোমার মনোরম বাড়িগুলো ধ্বংস করবে; এবং তারা তোমার পাথর, কাঠ ও ধূলি পানির মধ্যে নিক্ষেপ করবে।

13. আর আমি তোমার গানের আওয়াজ বন্ধ করে দেব; এবং তোমার বীণার ধ্বনি আর শোনা যাবে না।

14. আর আমি তোমাকে শুকনো পাষাণ করবো; তুমি জাল বিস্তার করার স্থান হবে; তুমি আর নির্মিত হবে না; কেননা আমি মাবুদ এই কথা বললাম, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।

ইহিস্কেল 26