ইহিস্কেল 23:32-35 কিতাবুল মোকাদ্দস (BACIB)

32. সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি তোমার বোনের পাত্রে পান করবে, সেই পাত্র গভীর ও বড়; তুমি পরিহাসের বিষয় হবে; সেই পাত্রে অনেকটা ধরে।

33. তুমি মাতলামী ও খেদে, বিস্ময়ের ও ধ্বংসের পাত্রে, তোমার বোন সামেরিয়ার পাত্রে পরিপূর্ণা হবে।

34. তুমি তাতে পান করবে, গাদও খেয়ে ফেলবে এবং তার খোলা চাটবে ও নিজের স্তন বিদীর্ণ করবে; কেননা আমি এই কথা বললাম, এই কথা সার্বভৌম মাবুদ বলেন।

35. অতএব সার্বভৌম মাবুদ এই কথা বলেন, তুমি আমাকে ভুলে গিয়েছ, আমাকে পিছনে ফেলেছ, সেজন্য তুমি আবার তোমার কুকর্মের ও পতিতাবৃত্তির ভার বহন কর।

ইহিস্কেল 23