15. স্ত্রীলোক কি আপন স্তন্যপায়ী শিশুকে ভুলে যেতে পারে?আপন গর্ভজাত বালকের প্রতি কি স্নেহ করবে না?বরং তারা ভুলে যেতে পারে,তবুও আমি তোমাকে ভুলে যাব না।
16. দেখ, আমি আমার হাতের তালুতে তোমার আকৃতি এঁকেছি,তোমার প্রাচীর সর্বদা আমার সম্মুখে আছে।
17. তোমার পুত্রেরা ত্বরা করছে,তোমার উৎপাটনকারী ও উৎসন্নকারীরা তোমার মধ্য থেকে বের হবে।