ইশাইয়া 48:6-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. তুমি শুনেছ, এ সব দেখ;তোমরা কি তা জানাবে না?এখন থেকে আমি তোমাকে নতুন নতুন কথা শোনাই,সেসব নিগূঢ়, তুমি জানতে পার নি।

7. সেসব এখনই সৃষ্ট হল, আগে থেকে ছিল না;আজকের আগে তুমি সেসব শোন নি;পাছে তুমি বল যে, আমি সেসব জানতাম।

8. তুমি তো শোন নি, জানও নি,আগে থেকে তোমার কান খোলাও হয় নি;কেননা আমি জেনেছিলাম, তুমি নিতান্ত বিশ্বাসঘাতক,গর্ভ থেকে অধর্মাচারী বলে আখ্যাত।

9. আমি আমার নামের অনুরোধে ক্রোধ সম্বরণ করবো,নিজের প্রশংসার্থে তোমার প্রতি সংযত হব,তোমাকে উচ্ছেদ করবো না।

10. দেখ, আমি তোমাকে আগুনে খাঁটি করেছি,কিন্তু রূপা বলে নয়;দুঃখরূপ অগ্নিকুণ্ডের মধ্যে তোমাকে পরীক্ষাসিদ্ধ করেছি।

ইশাইয়া 48