ইশাইয়া 32:18-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

18. আর আমার লোকেরা শান্তির আশ্রমে, চিরন্তন নিরাপত্তার আবাসে ও নিশ্চিন্ত বিশ্রাম-স্থানে বাস করবে।

19. কিন্তু অরণ্য ভূমিসাৎ হবার সময়ে শিলাবৃষ্টি হবে, আর নগর সমপূর্ণভাবে নিপাতিত হবে।

20. সুখী তোমরা, যারা সমস্ত পানির স্রোতের ধারে বীজ বপন কর, যারা গরু ও গাধাকে চরতে দাও।

ইশাইয়া 32