1. যে বছর আসেরিয়ার বাদশাহ্ সর্গোনের প্রেরিত তর্তন [সেনাপতি] অস্দোদে আসেন, আর অস্দোদের বিরুদ্ধে যুদ্ধ করে তা হস্তগত করেন,
2. সেই সময়ে মাবুদ আমোজের পুত্র ইশাইয়ার মধ্য দিয়ে এই কথা বললেন, তুমি গিয়ে নিজের কোমর থেকে চট খোল ও পা থেকে জুতা খোল। তাতে তিনি তা করলেন, উলঙ্গ হয়ে ও খালি পায়ে ঘুরে বেড়াতে লাগলেন।