ইশাইয়া 2:13-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. সেদিন লেবাননের উঁচু ও উন্নত সমস্ত এরস গাছের বিরুদ্ধে, বাশনের সমস্ত অলোন গাছের বিরুদ্ধে,

14. সমস্ত উঁচু পর্বতের বিরুদ্ধে, সমস্ত উন্নত পাহাড়ের বিরুদ্ধে,

15. সমস্ত উঁচু উচ্চগৃহের বিরুদ্ধে,

16. সমস্ত দৃঢ় প্রাচীরের বিরুদ্ধে, তর্শীশের সমস্ত জাহাজের বিরুদ্ধে এবং সমস্ত মনোহর শিল্পকর্মের বিরুদ্ধে যাবে।

17. আর মানুষের অহংকার অধোমুখ হবে,মান্য লোকদের গর্ব খর্ব হবে;

18. আর সেদিন কেবল মাবুদই উন্নত হবেন।

ইশাইয়া 2