ইবরানী 10:5-10 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. এই কারণ মসীহ্‌ দুনিয়াতে আসবার সময়ে বলেন,“তুমি কোরবানী ও নৈবেদ্য চাও নি,কিন্তু আমার জন্য একটি দেহ প্রস্তুতকরেছ;

6. পোড়ানো কোরবানী ও গুনাহ্‌-কোরবানীতে তুমি প্রীত হও নি।

7. তখন আমি বললাম, দেখ, আমিএসেছি,পাক-কিতাবে আমার বিষয় লেখা আছে—হে আল্লাহ্‌, যেন তোমার ইচ্ছা পালনকরি।”

8. উপরে তিনি বলেন, “কোরবানী, নৈবেদ্য, পোড়ানো-কোরবানী ও গুনাহ্‌-কোরবানী তুমি চাও নি এবং তাতে প্রীতও হও নি”—

9. এসব শরীয়ত অনুসারে কোরবানী করা হয়— তারপর তিনি বললেন, “দেখ, তোমার ইচ্ছা পালন করার জন্য এসেছি।” তিনি প্রথম বিষয় লোপ করছেন, যেন দ্বিতীয় বিষয় স্থির করেন।

10. সেই ইচ্ছাক্রমে, ঈসা মসীহের দেহ একবার কোরবানী করার মধ্য দিয়ে আমাদের পবিত্র করা হয়েছে।

ইবরানী 10