ইবরানী 1:6-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. আর যখন তিনি প্রথমজাতকে আবার দুনিয়াতে আনয়ন করেন, তখন বলেন,“আল্লাহ্‌র সকল ফেরেশতা তাঁরএবাদত করুক”।

7. আর ফেরেশতাদের বিষয়ে তিনি বলেন,“তিনি তাঁর ফেরেশতাদেরকে বায়ুস্বরূপ করেন,তাঁর সেবকদেরকে আগুনের শিখাস্বরূপ করেন।”

8. কিন্তু পুত্রের বিষয়ে তিনি বলেন,“হে আল্লাহ্‌, তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী;আর ন্যায়ের শাসনদণ্ডই তাঁর রাজ্যেরশাসনদণ্ড।

ইবরানী 1