ইউহোন্না 7:5-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

5. —কারণ তাঁর ভাইয়েরাও তাঁর উপর ঈমান আনে নি।—

6. তখন ঈসা তাদেরকে বললেন, আমার সময় এখনও আসে নি, কিন্তু তোমাদের সময় সর্বদাই উপস্থিত।

7. দুনিয়া তোমাদেরকে ঘৃণা করতে পারে না, কিন্তু আমাকে ঘৃণা করে, কারণ আমি তার বিষয়ে এই সাক্ষ্য দিই যে, তার কাজ মন্দ।

ইউহোন্না 7