ইউহোন্না 5:38-42 কিতাবুল মোকাদ্দস (BACIB)

38. আর তাঁর কালাম তোমাদের অন্তরে অবস্থিতি করে না; কেননা তিনি যাঁকে প্রেরণ করেছেন, তাঁর উপর তোমরা ঈমান আন না।

39. তোমরা পাক-কিতাব অনুসন্ধান করে থাক, কারণ তোমরা মনে করে থাক যে, তাতেই তোমাদের অনন্ত জীবন রয়েছে; আর তা-ই আমার বিষয়ে সাক্ষ্য দেয়;

40. আর তোমরা জীবন পাবার জন্য আমার কাছে আসতে ইচ্ছা কর না।

41. আমি মানুষের কাছ থেকে গৌরব গ্রহণ করি না!

42. কিন্তু আমি তোমাদেরকে জানি, তোমাদের অন্তরে তো আল্লাহ্‌র মহব্বত নেই।

ইউহোন্না 5