ইউহোন্না 11:23-25 কিতাবুল মোকাদ্দস (BACIB)

23. ঈসা তাকে বললেন, তোমার ভাই আবার উঠবে।

24. মার্থা তাঁকে বললেন, আমি জানি শেষ দিনে, পুনরুত্থান দিনে, সে আবার উঠবে।

25. ঈসা তাঁকে বললেন, আমিই পুনরুত্থান ও জীবন; যে আমার উপর ঈমান আনে, সে মরলেও জীবিত থাকবে;

ইউহোন্না 11