ইউনুস 4:1-4 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. কিন্তু এতে ইউনুস মহা বিরক্ত ও ক্রুদ্ধ হলেন।

2. তিনি মাবুদের কাছে মুনাজাত করে বললেন, হে মাবুদ, ফরিয়াদ করি, আমি স্বদেশে থাকতে কি এই কথাই বলি নি? সেজন্য দ্রুত তর্শীশে পালাতে গিয়েছিলাম; কেননা আমি জানতাম, তুমি কৃপাময় ও স্নেহশীল আল্লাহ্‌, ক্রোধে ধীর ও অটল মহব্বতে মহান এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনাকারী।

3. অতএব এখন, হে মাবুদ, ফরিয়াদ করি, আমা থেকে আমার প্রাণ হরণ কর, কেননা আমার জীবনের চেয়ে মরণ ভাল।

4. মাবুদ বললেন, তুমি ক্রোধ করে কি ভাল করছো?

ইউনুস 4