আইউব 9:12-18 কিতাবুল মোকাদ্দস (BACIB)

12. দেখ, তিনি কেড়ে নেন, কে তাঁকে নিবারণ করবে?কে বা তাঁকে বলবে, ‘তুমি কি করছো’?

13. আল্লাহ্‌ নিজের ক্রোধ সম্বরণ করবেন না,রাহবের সহায়রা তাঁর পদতলে নত হয়।

14. তবে আমি কিভাবে তাঁকে উত্তর দেব?কেমন করে কথা বেছে তাঁকে বলবো?

15. ধার্মিক হলেও আমি জবাব দিতে পারি না,আমার প্রতিবাদীর কাছে আমি অবশ্যই করুণা চাইব।

16. আমি ডাকলে যদিও তিনি উত্তর দেন,তবুও তিনি যে আমার ডাকে কান দেন,আমার এমন বিশ্বাস জন্মাবে না।

17. কেননা তিনি আমাকে ঝড়ে ভেঙে ফেলেন,অকারণে পুনঃ পুনঃ ক্ষতবিক্ষত করেন।

18. তিনি আমাকে শ্বাস টানতে দেন না,বরং তিক্ততায় পরিপূর্ণ করেন।

আইউব 9