আইউব 8:4-8 কিতাবুল মোকাদ্দস (BACIB)

4. তোমার সন্তানেরা যদি তাঁর বিরুদ্ধে গুনাহ্‌ করে থাকে,আর তিনি তাদেরকে তাদের অধর্মের হাতে তুলে দিয়ে থাকেন,

5. তুমিই যদি সযত্নে আল্লাহ্‌র খোঁজ কর,সর্বশক্তিমানের কাছে যদি সাধ্যসাধনা কর,

6. যদি নির্মল ও সরল হও,তবে তিনি এখনও তোমার জন্য জাগবেন,ও তোমার ধর্মনিবাস শান্তিযুক্ত করবেন।

7. তাতে তোমার প্রথম অবস্থা ক্ষুদ্র বোধ হবে,তোমার অন্তিম দশা অতিশয় উন্নত হবে।

8. আরজ করি, তুমি পূর্বকালীন লোককে জিজ্ঞাসা কর,তাদের পিতৃগণের অনুসন্ধান-ফলে মনোযোগ কর।

আইউব 8