14. তখন তুমি নানা স্বপ্নে আমাকে উদ্বিগ্ন কর,নানা দর্শনে আমাকে ত্রাসযুক্ত কর।
15. তাতে আমার প্রাণ শ্বাসরোধ চায়,আমার কংকাল শরীর বেঁচে থাকার চেয়ে মরণ চায়।
16. আমার প্রাণকে আমি ঘৃণা করি,আমি চিরকাল বেঁচে থাকতে চাই না;আমাকে ছাড়, কেননা আমার আয়ু নিশ্বাস মাত্র।