16. সেই স্রোত তুষারের দরুন কালো রংয়ের হয়,তুষার পড়ে তার মধ্যে বিলীন হয়;
17. কিন্তু উত্তপ্ত হওয়া মাত্র তা লুপ্ত হয়,গ্রীষ্ম কালে স্বস্থান থেকে তা শুকিয়ে যায়।
18. সেই পথের বণ্িকদল পথ ছাড়ে,তারা মরুস্থানে গিয়ে বিনষ্ট হয়।
19. টেমার বণ্িকদল দৃষ্টিপাত করলো,সাবার পথিকদল সেই সবের অপেক্ষা করলো।