12. আমার শক্তি কি পাথরের শক্তি?আমার মাংস কি ব্রোঞ্জের?
13. আমার দ্বারা কি আমার আর উপকার হতে পারে?আমা থেকে কি বুদ্ধিকৌশল দূরীভূত হয় নি?
14. শীর্ণ লোকের প্রতি বন্ধুর দয়া করা কর্তব্য,পাছে সে সর্বশক্তিমানের ভয় ত্যাগ করে।
15. আমার ভাইয়েরা স্রোতের মতই বিশ্বাসঘাতক,তারা স্রোতমার্গস্থ প্রণালীর মত চঞ্চল।
16. সেই স্রোত তুষারের দরুন কালো রংয়ের হয়,তুষার পড়ে তার মধ্যে বিলীন হয়;