আইউব 4:10-15 কিতাবুল মোকাদ্দস (BACIB)

10. সিংহের গর্জন ও হিংস্র সিংহের হুঙ্কার রুদ্ধ হয়,যুব সিংহদের দাঁত ভেঙ্গে যায়।

11. খাদ্যের অভাবে পশুরাজ প্রাণত্যাগ করে,সিংহীর শাবকরা ছিন্নভিন্ন হয়।

12. আমার কাছে একটি কালাম গোপনে পৌঁছল,আমার কর্ণকুহরে তার কিছুটা আওয়াজ এল।

13. রাত্রিকালীন স্বপ্নদর্শনে যখন ভাবনা জন্মে,সমস্ত মানুষ যখন ঘুমের গভীরে নিমগ্ন হয়,

14. এমন সময়ে আমাতে ত্রাস জন্মাল ও আমি কাঁপতে লাগলাম,এতে আমার সমস্ত অস্থি কেঁপে উঠলো।

15. পরে আমার সম্মুখ দিয়ে একটা বাতাস চলে গেল,আমার শরীর রোমাঞ্চিত হল।

আইউব 4