7. সে নগরের কলরবকে পরিহাস করে,চালকের আওয়াজ শোনে না।
8. পর্বতশ্রেণী তার চারণভূমি;সে যাবতীয় নবীন ঘাসের খোঁজ করে।
9. বন্য ষাঁড় কি তোমার সেবা করতে সম্মত হবে?সে কি তোমার যাবপাত্রের কাছ থাকবে?
10. তুমি কি জমিতে বন্য ষাঁড়কে লাঙ্গলে বাঁধতে পার?সে কি তোমার পেছন পেছন ক্ষেতে মই দেবে?