আইউব 35:13-16 কিতাবুল মোকাদ্দস (BACIB)

13. বাস্তবিক আল্লাহ্‌ মিথ্যা ফরিয়াদ শোনেন না,সর্বশক্তিমান তা নিরীক্ষণ করেন না।

14. আর আপনি বলছেন, আমি তাকে দেখতে পাই না;বিচার তাঁর সম্মুখে, তাঁর অপেক্ষা করুন।

15. কিন্তু এখন তিনি নিজের কোপে শাসন করেন নি,দুষ্টতার প্রতি বিশেষ খেয়াল রাখেন নি,

16. তাই আইউব অসার কথায় মুখ খুলেছেন,তিনি না জেনেও অনেক কথা বলেন।

আইউব 35