আইউব 34:29-32 কিতাবুল মোকাদ্দস (BACIB)

29. তিনি শান্তি দিলে কে দোষ দিতে পারে?তিনি মুখ ঢাকলে কে তাঁর দর্শন পেতে পারে?সে জাতিই হোক বা ব্যক্তিই হোক;

30. আল্লাহ্‌বিহীন লোক যেন রাজত্ব না করে,লোকদেরকে ফাঁদে ফেলতে যেন কেউ না থাকে।

31. কেউ কি আল্লাহ্‌কে বলেছে, আমি (শাস্তি) পেয়েছি,আর গুনাহ্‌ করবো না,

32. যা দেখতে পাই না, তা আমাকে শেখাও;যদি অন্যায় করে থাকি, আর করবো না?

আইউব 34