24. তবে তিনি তার প্রতি কৃপা করে বলেন,“কূপে নেমে যাওয়া থেকে একে মুক্ত কর,আমি তার কাফ্ফারা পেলাম।”
25. তার দেহ বালকের চেয়েও সতেজ হবে,সে যৌবন কাল ফিরে পাবে।
26. সে আল্লাহ্র কাছে মুনাজাত করে,আর তিনি তার প্রতি খুশি হন,তাই সে হর্ষধ্বনিপূর্বক তাঁর মুখ দর্শন করে,আর তিনি মানুষকে তার ধার্মিকতা ফিরিয়ে দেন।
27. সে মানুষের কাছে গজল গেয়ে বলে, “আমি গুনাহ্ করেছি,ন্যায়ের বিপরীত করেছি, তবুও তার মত প্রতিফল পাই নি;