8. বস্তুত আল্লাহ্বিহীন লোক ধন সঞ্চয় করলেও তার প্রত্যাশা কি?কেননা আল্লাহ্ তার প্রাণ হরণ করবেন।
9. যখন তার সঙ্কট ঘটে,আল্লাহ্ কি তার কান্না শুনবেন?
10. সে কি সর্বশক্তিমানে আমোদ করে?নিত্য কি আল্লাহ্কে আহ্বান করে?
11. আমি আল্লাহ্র শক্তির বিষয়ে তোমাদেরকে উপদেশ দেব,সর্বশক্তিমানের কাছে যা আছে, তা গোপনে রাখবো না।