আইউব 27:1-7 কিতাবুল মোকাদ্দস (BACIB)

1. পরে আইউব পুনর্বার প্রসঙ্গ উত্থাপন করলেন, বললেন,

2. জীবন্ত আল্লাহ্‌র কসম— যিনি আমার বিচার অগ্রাহ্য করেছেন,সর্বশক্তিমানের কসম— যিনি আমার প্রাণ তিক্ত করেছেন,

3. কারণ আমার মধ্যে নিশ্বাস এখনও সমপূর্ণ আছে,আমার নাসিকায় আল্লাহ্‌র নিঃশ্বাস আছে;

4. নিশ্চয়ই আমার ওষ্ঠ অন্যায় বলবে না,আমার জিহ্বা প্রতারণা উচ্চারণ করবে না।

5. আমি তোমাদেরকে ধার্মিক বলি, এমন যেন না হয়;প্রাণ থাকতে আমি আমার সিদ্ধতা ত্যাগ করবো না।

6. আমার ধার্মিকতা আমি রক্ষা করবো, ছাড়ব না।আমি জীবিত থাকতে আমার মন আমাকে ধিক্কার দেবে না।

7. আমার দুশমন দুর্জনের মত হোক,যে আমার বিরুদ্ধে উঠে, সে অন্যায়কারীর সমান হোক।

আইউব 27