10. তাই এরা কাপড়ের অভাবে উলঙ্গ হয়ে বেড়ায়,খিদে নিয়েই শস্যের আঁটি বহন করে।
11. এরা ওদের প্রাচীরের ভিতরে তেল প্রস্তুত করে,আঙ্গুর মাড়াই করে তৃষ্ণার্ত হয়।
12. নগরের মধ্য থেকে লোকেরা কোঁকায়,আহত লোকের প্রাণ চিৎকার করে,তবুও আল্লাহ্ এই দোষে মনোযোগ করেন না।
13. তারা আলোর বিরুদ্ধে বিদ্রোহীদের দলভুক্ত,তারা তার গতি জানে না,তারা তার পথে থাকে না।
14. হত্যাকারী খুব ভোরে উঠে,দুঃখী ও দীনহীনকে মেরে ফেলে,রাতের বেলায় সে চোরের সমান হয়।