আইউব 22:28-30 কিতাবুল মোকাদ্দস (BACIB)

28. তুমি কিছু মনস্থ করলে তা তোমার পক্ষে সফল হবে,তোমার পথে আলো আলো প্রদান করবে।

29. অবনত হলে তুমি বলবে, উন্নতি হবে,আর তিনি অধোমুখের উদ্ধার করবেন।

30. যে ব্যক্তি নির্দোষ নয়, তাকেও তিনি উদ্ধার করবেন,তোমার হাতের পাক-পবিত্রতায় সে উদ্ধার পাবে।

আইউব 22