আইউব 21:19-23 কিতাবুল মোকাদ্দস (BACIB)

19. তোমরা বল, আল্লাহ্‌ মানুষের সন্তানদের জন্য তার অধর্ম সঞ্চয় করেন।তিনি তাকেই অধর্মের ফল দিন, তা হলে সে তা বুঝতে পারবে,

20. তার নিজের চোখ তার বিনাশ দেখুক,সে সর্বশক্তিমানের ক্রোধ পান করুক।

21. কারণ যখন তার মাসের সংখ্যা শেষ হবে,তখন নিজের ভাবী কুলে তার কি সন্তোষ থাকবে?

22. কেউ কি আল্লাহ্‌কে জ্ঞান শিক্ষা দেবে?তিনি তো ঊর্ধ্ববাসীদেরও শাসন করেন।

23. কেউ সম্পূর্ণ বলবান অবস্থায় মরে,সব রকম বিশ্রাম ও শান্তি থাকতে মরে।

আইউব 21