আইউব 21:15-19 কিতাবুল মোকাদ্দস (BACIB)

15. সর্বশক্তিমান কে যে আমরা তার সেবা করবো?তাঁর কাছে মুনাজাত করলে আমাদের কি লাভ?”

16. দেখ, তাদের সৌভাগ্য তাদের হস্তগত নয়,দুষ্টদের পরামর্শ আমা থেকে দূরবর্তী।

17. কতবার দুষ্টদের প্রদীপ নির্বাপিত হয়?কতবার তাদের বিপদ ঘটে,এবং আল্লাহ্‌ ক্রোধে এমন কষ্ট বণ্টন করেন যে,

18. তারা বায়ুর সম্মুখস্থ শুকনো ঘাসের মত,ও ঝটিকা বিতাড়িত তুষের মত হয়?

19. তোমরা বল, আল্লাহ্‌ মানুষের সন্তানদের জন্য তার অধর্ম সঞ্চয় করেন।তিনি তাকেই অধর্মের ফল দিন, তা হলে সে তা বুঝতে পারবে,

আইউব 21