10. তাদের ষাঁড় সঙ্গম করলে তা ব্যর্থ হয় না;গাভীর গর্ভসঞ্চার হলে তার গর্ভপাত হয় না।
11. তারা নিজ নিজ শিশুদের ভেড়া পালের মত বাইরে চালায়,তাদের সন্তানেরা নৃত্য করে।
12. তারা তবল ও বীণা বাদ্য করে,বাঁশীর আওয়াজ শুনলে আনন্দ করে।
13. তারা সুখে তাদের আয়ু যাপন করে।পরে এক নিমিষের মধ্যে পাতালে নামে।
14. তবুও তারা আল্লাহ্কে বলে,“তুমি আমাদের কাছ থেকে দূর হও,কারণ আমরা তোমার পথ জানতে চাই না।