আইউব 17:6-9 কিতাবুল মোকাদ্দস (BACIB)

6. তিনি আমাকে লোকদের হাসির পাত্র করেছেন,লোকে যার মুখে থুথু ফেলে, আমি এমন হলাম।

7. আমার চোখ মনস্তাপে নিস্তেজ হয়েছে,আমার সর্বাঙ্গ ছায়ার মত হয়েছে।

8. এতে সরল লোকেরা চমৎকৃত হবে,দুষ্টদের বিরুদ্ধে নির্দোষ লোকেরা উত্তেজিত হয়ে উঠবে।

9. কিন্তু ধার্মিক তার নিজের পথে অগ্রসর হবে,যার হাত পাক-পবিত্র, সে উত্তরোত্তর প্রবল হবে।

আইউব 17