আইউব 16:20-22 কিতাবুল মোকাদ্দস (BACIB)

20. আমার বন্ধুরা আমাকে বিদ্রূপ করে;আল্লাহ্‌র উদ্দেশে আমার চোখ অশ্রুপাত করে;

21. যেন তিনি আল্লাহ্‌র কাছে মানুষের পক্ষে কথা বলেন,যেমন মানুষ বন্ধুর পক্ষে কথা বলেন।

22. কেননা আর কয়েক বছর গত হলেযে পথে গেলে আমি ফিরব না, সেই পথে যাব।  

আইউব 16