আইউব 10:16-20 কিতাবুল মোকাদ্দস (BACIB)

16. মাথা তুললে তুমি সিংহের মত আমাকে শিকার করবে,আবার আমার বিরুদ্ধে নিজেকে আশ্চর্য দেখাবে।

17. তুমি আমার বিপরীতে নতুন নতুন সাক্ষী উপস্থিত করবে,আমার প্রতি তোমার বিরক্তি বাড়াবে;নতুন নতুন সৈন্যদল আমার প্রতিকূলে নিয়ে আসবে।

18. কেন আমাকে গর্ভ থেকে বের করেছিলে?আমি সেখানে প্রাণত্যাগ করতাম, কারো দৃষ্টিগোচর হতাম না।

19. আমার যদি জন্ম না হত,জঠর থেকেই কবরে নেওয়া হত।

20. আমার দিন কি অল্প নয়? অতএব ক্ষান্ত হও,আমাকে ছাড়, ক্ষণকাল সান্ত্বনা লাভ করি,

আইউব 10