২ শামুয়েল 22:49-51 Kitabul Mukkadas (MBCL)

49. তিনি শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন।হে আল্লাহ্‌, তুমি আমাকে শত্রুদের উপরে তুলেছ,জুলুমবাজ লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করেছ।

50. হে মাবুদ, এইজন্য অন্য জাতিদের মধ্যেআমি তোমার প্রশংসা করবআর তোমার সুনাম গাইব।

51. মাবুদ তাঁর বাদশাহ্‌কে অনেকবার মহাজয় দান করেন;জ্বী, তাঁর অভিষেক-করা বান্দার প্রতি,দাউদ ও তাঁর বংশধরদের প্রতি,তিনি চিরকাল তাঁর অটল মহব্বত দেখান।

২ শামুয়েল 22