২ শামুয়েল 22:12-20 Kitabul Mukkadas (MBCL)

12. তিনি অন্ধকার দিয়ে নিজেকে ঘিরে ফেললেন;তাঁর চারপাশে রইল আকাশের ঘন কালো বৃষ্টির মেঘ।

13. তাঁর আলোময় উপস্থিতির সামনেবিদ্যুৎ চম্‌কে চম্‌কে উঠতে লাগল।

14. মাবুদ আসমান থেকে গর্জন করলেন;আল্লাহ্‌তা’লার আওয়াজ শোনা গেল।

15. তিনি তীর ছুঁড়ে শত্রুদের ছড়িয়ে ফেললেনআর বিদ্যুৎ চম্‌কিয়ে তাদের বিশৃঙ্খল করলেন।

16. মাবুদের ধমকে আর নিঃশ্বাসের ঝাপ্‌টায়সাগরের তলা দেখা গেল,দুনিয়ার ভিতরটা বেরিয়ে পড়ল।

17. তিনি উপর থেকে হাত বাড়িয়ে আমাকে ধরলেন,গভীর পানির মধ্য থেকে আমাকে টেনে তুললেন।

18. আমার শক্তিমান শত্রুর হাত থেকে তিনি আমাকে বাঁচালেন;বাঁচালেন বিপক্ষদের হাত থেকেযাদের শক্তি আমার চেয়েও বেশী।

19. বিপদের দিনে তারা আমার উপর ঝাঁপিয়ে পড়ল,কিন্তু মাবুদই আমাকে ধরে রাখলেন।

20. তিনি আমাকে একটা খোলা জায়গায় বের করে আনলেন;আমার উপর সন্তুষ্ট ছিলেন বলেইতিনি আমাকে উদ্ধার করলেন।

২ শামুয়েল 22