7. কাজেই এখন আপনারা শক্ত হন ও বুকে সাহস রাখুন। আপনাদের মালিক তালুত মারা গেছেন এবং এহুদা-গোষ্ঠীর লোকেরা আমাকে তাদের উপর বাদশাহ্ হিসাবে অভিষেক করেছে।”
8. এই সময়ের মধ্যে তালুতের সৈন্যদলের সেনাপতি নেরের ছেলে অবনের তালুতের ছেলে ঈশ্বোশত্কে জর্ডান নদীর ওপারে মহনয়িমে নিয়ে গিয়েছিলেন।
9. তিনি ঈশ্বোশত্কে গিলিয়দ, অশূর, যিষ্রিয়েল, আফরাহীম, বিন্ইয়ামীন, এমন কি, সমস্ত ইসরাইল দেশের উপর বাদশাহ্ করেছিলেন।
10. তালুতের ছেলে ঈশ্বোশৎ চল্লিশ বছর বয়সে ইসরাইল দেশের বাদশাহ্ হয়েছিলেন এবং দু’বছর রাজত্ব করেছিলেন। কিন্তু এহুদা-গোষ্ঠীর লোকেরা দাউদের অধীনে ছিল।