32. রমলিয়ের ছেলে ইসরাইলের বাদশাহ্ পেকহের রাজত্বের দ্বিতীয় বছরে এহুদার বাদশাহ্ উষিয়ের ছেলে যোথম রাজত্ব করতে শুরু করলেন।
33. পঁচিশ বছর বয়সে তিনি বাদশাহ্ হলেন এবং ষোল বছর জেরুজালেমে রাজত্ব করেছিলেন। তাঁর মায়ের নাম ছিল যিরূশা; তিনি ছিলেন সাদোকের মেয়ে।
34. তাঁর পিতা উষিয়ের মতই যোথম মাবুদের চোখে যা ভাল তা-ই করতেন।
35. কিন্তু এবাদতের উচুঁ স্থানগুলো তিনি ধ্বংস করেন নি। লোকেরা সেখানে পশু-কোরবানী করতে ও ধূপ জ্বালাতে থাকল। যোথম মাবুদের ঘরের চারদিকের দেয়ালের উঁচু জায়গার দরজা মেরামত করেছিলেন।