২ খান্দাননামা 7:2-5 Kitabul Mukkadas (MBCL)

2. সেইজন্য ইমামেরা সেখানে ঢুকতে পারলেন না।

3. আগুন নেমে আসতে দেখে ও বায়তুল-মোকাদ্দসের উপরে মাবুদের মহিমা দেখতে পেয়ে সমস্ত বনি-ইসরাইল পাথরে বাঁধানো উঠানে উবুড় হয়ে পড়ে মাবুদকে সেজদা করল ও এই বলে তাঁর প্রশংসা করল,“তিনি মেহেরবান;তাঁর মহব্বত চিরকাল স্থায়ী।”

4. তারপর বাদশাহ্‌ ও সমস্ত লোক মাবুদের সামনে কোরবানী দিলেন।

5. বাদশাহ্‌ সোলায়মান বাইশ হাজার গরু এবং এক লক্ষ বিশ হাজার ভেড়া কোরবানী দিলেন। এইভাবে বাদশাহ্‌ ও সমস্ত লোক আল্লাহ্‌র ঘরটি উদ্বোধন করলেন।

২ খান্দাননামা 7