60. এতে দুনিয়ার সমস্ত জাতিই জানতে পারবে যে, আল্লাহ্ই মাবুদ এবং তিনি ছাড়া মাবুদ আর কেউ নেই।
61. আজকে যেমন মাবুদের নিয়ম ও হুকুম মেনে চলবার জন্য তোমাদের অন্তর সম্পূর্ণভাবে আমাদের মাবুদ আল্লাহ্র দিকে আছে তেমনি সব সময় থাকুক।”
62. তারপর বাদশাহ্ ও তাঁর সংগে সমস্ত বনি-ইসরাইল মাবুদের সামনে কোরবানী দিলেন।
63. সোলায়মান বাইশ হাজার গরু ও এক লক্ষ বিশ হাজার ভেড়া দিয়ে যোগাযোগ-কোরবানী দিলেন। এইভাবে বাদশাহ্ ও সমস্ত বনি-ইসরাইল মাবুদের ঘর উদ্বোধন করলেন।
64. সেই একই দিনে বাদশাহ্ মাবুদের ঘরের সামনের উঠানের মাঝখানের অংশ পবিত্র করলেন। সেখানে তিনি পোড়ানো-কোরবানী ও শস্য-কোরবানী দিলেন এবং যোগাযোগ-কোরবানীর চর্বি কোরবানী দিলেন, কারণ মাবুদের সামনে থাকা কোরবানগাহ্টা এই সব কোরবানী দেবার পক্ষে ছোট ছিল।