১ খান্দাননামা 6:45-48 Kitabul Mukkadas (MBCL)

45. মল্লুক হশবিয়ের ছেলে, হশবিয় অমৎসিয়ের ছেলে, অমৎসিয় হিল্কিয়ের ছেলে,

46. হিল্কিয় অম্‌সির ছেলে, অম্‌সি বানির ছেলে, বানি সামেরের ছেলে,

47. সামের মহলির ছেলে, মহলি মূশির ছেলে, মূশি মরারির ছেলে এবং মরারি লেবির ছেলে।

48. তাদের আত্মীয় অন্যান্য লেবীয়রা আবাস-তাম্বুর, অর্থাৎ আল্লাহ্‌র ঘরের অন্যান্য সমস্ত কাজে নিযুক্ত হয়েছিল।

১ খান্দাননামা 6