1. দাউদের যে সব ছেলেদের হেবরনে জন্ম হয়েছিল তারা হল তাঁর বড় ছেলে অম্নোন, যার মা ছিলেন যিষ্রিয়েলের অহীনোয়ম; দ্বিতীয় ছেলে দানিয়াল, যার মা ছিলেন কর্মিলের অবীগল;
2. তৃতীয় ছেলে অবশালোম, যার মা ছিলেন গশূরের বাদশাহ্ তল্ময়ের মেয়ে মাখা; চতুর্থ ছেলে আদোনিয়, যার মা ছিলেন হগীত;
3. পঞ্চম ছেলে শফটিয়, যার মা ছিলেন অবীটল; ষষ্ঠ ছেলে যিত্রিয়ম, যার মা ছিলেন দাউদের আর একজন স্ত্রী ইগ্লা।