1. আল্লাহ্র সিন্দুকের জন্য দাউদ যে তাম্বু খাটিয়েছিলেন লোকেরা সিন্দুকটি এনে তার ভিতরে রাখল। এর পর আল্লাহ্র সামনে পোড়ানো-কোরবানী ও যোগাযোগ-কোরবানী দেওয়া হল।
2. সেই সব কোরবানী দেওয়া শেষ হয়ে গেলে পর দাউদ মাবুদের নামে লোকদের দোয়া করলেন।
3. তারপর তিনি ইসরাইলীয় প্রত্যেক স্ত্রীলোক ও পুরুষকে একটা করে রুটি, এক খণ্ড গোশ্ত ও এক তাল কিশমিশ দিলেন।
4. মাবুদের সিন্দুকের সামনে এবাদত-কাজের জন্য দাউদ কয়েকজন লেবীয়কে নিযুক্ত করলেন যাতে তারা মুনাজাত করতে, শুকরিয়া জানাতে এবং ইসরাইলের মাবুদ আল্লাহ্র প্রশংসা করতে পারে।
12-13. হে তাঁর গোলাম ইসরাইলের বংশধরেরা,তাঁর বেছে নেওয়া ইয়াকুবের সন্তানেরা,তোমরা তাঁর মহান কাজগুলোর কথা মনে রেখো;তাঁর কুদরতির কথাআর বিচারে যে শাস্তির কথা তিনি বলেছেন তা মনে রেখো।