১ করিন্থীয় 2:15-16 Kitabul Mukkadas (MBCL)

15. যে লোক রূহানী সে সব কিছুই পরীক্ষা করে দেখে, কিন্তু কেউ তাকে পরীক্ষা করে দেখতে পারে না।

16. পাক-কিতাবে লেখা আছে,কে মাবুদের মন বুঝতে পেরেছে যে,সে তাঁকে উপদেশ দিতে পারে?কিন্তু মসীহের মন আমাদের দিলে রয়েছে।

১ করিন্থীয় 2