7. মাটি মাটিতেই ফিরে যাবে,আর যে রূহ্ আল্লাহ্ দিয়েছেনসেই রূহ্ তাঁর কাছেই ফিরে যাবে।
8. হেদায়েতকারী বলছেন, “অসার, অসার, সব কিছুই অসার!”
9. হেদায়েতকারী নিজে জ্ঞানী ছিলেন এবং তিনি লোকদেরও জ্ঞান শিক্ষা দিয়েছেন। তিনি চিন্তা করে ও পরীক্ষা করে অনেক চলতি কথা সাজিয়েছেন।
10. তিনি উপযুক্ত শব্দের খোঁজ করেছেন, আর তিনি যা লিখেছেন তা খাঁটি ও সত্যি কথা।
11. জ্ঞানী লোকদের কথা রাখালের খোঁচানো লাঠির মত। তাঁদের কথাগুলো একত্র করলে মনে হয় যেন সেগুলো সব শক্ত করে গাঁথা পেরেক। সেই সব একজন রাখালের দেওয়া কথা।